Sunday, March 30, 2025

জায়ন পর্বতে ছাগলের খোঁজে এক আরব রাখাল

 

Yehuda Amichai ইয়েহুদা আমিচাই

জায়ন পর্বতে ছাগলের খোঁজে এক আরব রাখাল
ঠিক তার বিপরীত পাহাড়ে
আমি খুঁজি আমার ছোট্ট শিশুটিকে
একজন আরব রাখাল আর এক ইহুদী পিতা
দুজনের সাময়িক ব্যর্থতার বিরতিতে
দুজনের মধ্যকার উপত্যকায়
সুলতানের জলাশয়ের উপরে
দুজনের আর্তনাদ মিলেছে কোথাও গিয়ে
আমরা কেউই শিশুটিকে বা ছাগল ছানাটিকে
ফিরে পেতে চাই না
ধরা পড়ে "হাদ গাদয়া"র চক্রে।

কিছুক্ষণ পর শিশু আর ছাগল ছানা
খুঁজে পেলাম ঝোপের মাঝে
আমাদের আর্তনাদ আমাদেরই মাঝে ফিরে এলো
হাসি আর কান্না হয়ে।

এই সব পাহাড়ে ছাগল বা শিশুকে খুঁজতে গিয়েই
নতুন নতুন ধর্মের পত্তন হয়েছে।


***************
হাদ গাদয়া"র চক্র


একটি ছোট ছাগল ছানা,
একটি ছোট ছাগল ছানা

এর পর এলেন সবচেয়ে পাক যিনি
সকল প্রশংসা যার, আজরাইলকে তিনি
আঘাত করলেন, যে প্রাণ নিয়েছিলো তার
হত্যাকারী যে ষাঁড়টিকে মেরে ফেলেছিল আর
এই ষাঁড় যে জল খেয়ে করেছে নিঃশেষ
যে জল আগুনকে ফুরায়েছে বেশ
যে আগুন পুড়িয়েছে সেই লাঠিখানা
কুকুরকে পিটিয়েছে লাঠি তা জানো না!
সারমেয় দিয়েছিল বিড়ালে কামড়
এ বিড়াল খেয়েছিল ছোট্ট ছাগলছানা
এই ছাগল কিনেছিল বাবা
হাঁট থেকে লেগেছিল কড়ি দু আনা।

একটি ছোট ছাগল ছানা,
একটি ছোট ছাগল ছানা