Sunday, March 30, 2025

উত্তর আধুনিক ত্রাণ



এই মাস পাঁচেক
শামুকের জীবন প্রণালী গভীর ভাবে অনুসরণ করার পরও দেখছি কেউ জেতে নি
ঝিনাই-যমুনার কূল উপচে আসছে নুহ এর প্লাবন।

কোথাও কোনো কুটোর দেখাও নেই

পাঁচ কিলো হেটে অথবা
পাউবোর ভেসে যাওয়া বাঁধ সাঁতরে
যেতে পারলে পাওয়া যাবে
ভাত এর এডভেঞ্চার।

মরিচ বাতির সারি জ্বলবে
ত্রাণকর্তা আসবেন
চেয়ারে বসে শোনাবেন
রহস্য-রোমাঞ্চের কবিতা।

কোথাও কোনো অশ্রু জলও নেই

সবাইকে আবারো অবাক করতে গিয়ে
কর্তা নিজেই অবাক হয়ে দেখাবেন