Saturday, January 03, 2026

দণ্ডকারণ‍্য


ধনপতির প্রজাকুলে যুদ্ধে 

পরাজিত নমশূদ্র চাড়াল মিয়া

নির্বাসনে গিয়া বানাইল রাষ্ট্র

দ্বিজভাষা জানা নাই বলে 

নাই সংবিধান

জুরাথ্রুষ্ট্র কহিলেন তাহে 

আগুন হইলো আইন 

উদ্বৃত্ত ক্ষুধার মোহে 

ছুটিছে পঙ্গপাল আসিতেছে ক্ষুধা 

সারা দেশে এক যোগে 

চলিবে ম্যাটিনি শো এক টিকিটে 

ভেদাভেদ ঘুচাইবে এক ও অদ্বিতীয় 

জাতীয়তাবাদী প্লাবন 

নাচিতে নাচিতে জোড়া দিবে ভাঙাসেতু 

নায়ে জুটিবে কালকেতু ও শিবাণী 

জমিবে  বৎসরান্তের শ্রাদ্ধ ও পার্বণের মেলা 

মিলিবে প্রকল্পের পয়ার।