সোনালি ডানার চিল
Wednesday, September 28, 2022
পাখিসব করে রব
কোথায় ছড়াচ্ছে ধান উঠোনে কাকের সাথে
বুলবুলি, শালিক, ফিঙে এই সব পাখি
দুর্বাসার পেট চিরে ফরফর পাখা নেড়ে
উলু আর ঘুণেদের বাস্তবতা ও গণতন্ত্রে
পরিযায়ী সেই সব পাখি ছড়াচ্ছে
সংবেদ, নক্ষত্রের এক অলীক বাগানে
জেগে থেকে অমৃত সঙ্গমের আকাঙ্ক্ষায়।
Newer Post
Older Post
Home