Friday, June 19, 2020

করাইলের খালে গোল্ডফিস



খুব ভোরে একটা নৌকা পেলে মেঘনায়
চলে যাবো, আলোকবালী আর মরিচার
মাঝগাঙে, বেতের বন আছে এক খান,
কচুরী ঘেরের পেটের নীচে লক্ষ নিযুত
ঘাউড়ার পোনা, নড়বো না, ঝড় এলে প'র
নৌকা ডুবিয়ে, থাকবো লুকিয়ে মধ্যবিত্ত
মাছেদের মায়েদের কোলে, হা শহর!
দিনের দুঃসহ গরম, অবরোধ আর যানজট শেষে
সাংবাদিক লিখছেন, উচ্ছেদ সফল করলো
শুক্রবারের সাময়িকী, থুক্কু 'কালবোশেখির ঝড়'!
যা কিছু ভালো তার সঙ্গেই...



উচ্ছেদ মানেই আরেকটা দখলের ইতিহাস।