Friday, June 19, 2020

চোরাই মহাভারত

পশ্চিমা জলপান সেরে
কৃতজ্ঞ পুঁথিধর আর নায়েবমশাই
দেখলেন, সুন্দরবনে জলদস্যু!
নেড়ি কুকুরের সভ্যতা
লেজ নেড়ে ডাক দিলে
'গরুচোর' 'মাছচোর'|
নিরীহ জেলে তখন জাল মেলে
দেখাল কেওড়ার প্যাঁচ, দারোগার
মাড়ি ফেঁপে ঢোল, বেয়ারা চেঁচায়,
দোস্ত তুমি গোস্ত খাও আরো!
জয় বাংলা! হার্মাদের বংশধর,
পাপিস্তান স্বাধীন কর!



বি. দ্র. সীমান্ত হত্যা প্রসঙ্গে পশ্চিম বাংলার বুদ্ধিজীবিরা চুপ! স্বাধীনতার রক্ষিবাহিনী যারা ভারতী হ্যাকিং এর বিরুদ্ধে, তারা পাকি হ্যাকিংও করে না, কারণ হ্যাকিং "না পাক"!