Friday, June 19, 2020

প্রকাশের যন্ত্রণা


[জীবিত কিংবা মৃত কারো জন্যই শোক করো না - শ্রীমদ্ভগবতগীতা]



আমি ই ম্যারাথন হতে
পরাজিত জাতির জন্য
আনছি একে একে
মৃত্যুর সংবাদ! আরো-
আরো দূর যেতে হবে
আরো অনেক ঘরে-
অনেক শোক...


শব্দগুলি কি শোক করতে জানে?
চে'র মৃত্যুর পরে সুনীল যেমন!
কর্কট বিষের জ্বালা
ঘাতকের চাপাতি কিংবা
সড়ক দুর্ঘটনার জন্য একটা এলিজি,
আমাদের স্মরণ করিয়ে দেবে
শ্রেনী অবস্থান ও রাজনৈতিক পরিচয়।
তেমনি নানান রকম মৃত্যু - নানান রকমের শব্দ,
নানান রকমের টেমপ্লেট শোক, সাথে আছে
ক্ষোভ, ঘৃণা ও পরিণতি।


সূর্যটাকে লুকিয়ে ফেলো,
মশালের আলো তুলে, দেখি
অর্জুনের পরাজয় - ভগবানের মাৎসান্যায়।


মানুষের ছদ্মবেশে শহর এ সব
শহরের ছদ্মবেশে মানুষ এ শব।।


ক্ষুধা, ও ক্ষুধা;
অভুক্ত পেট,
লুম্পেন-প্রলেতারিয়েত,
জনপ্রিয় সাহিত্যের জন্য
কেঁদে কেটে অস্থির
মধ্যবিত্তের হাউশ
বলছেঃ গণতন্ত্র মুক্তি পাক।


কবিতা, হৃদয়ের ক্লীশে কিসে
মিলে মিলে, কবিকে ন্যাংটো
কামুক বানিয়ে, ছেড়ে দিচ্ছে
ধনীদের মহল্লায়, নাচুক।


কবি, যত যাই
করো কবিতায়
একদিন পাবে ঠাঁই
সং ক ল নে!