Friday, June 19, 2020

বরাক-বেলোনিয়া-কাপ্তাই


এর চেয়ে পাঁক ভালো
পলি ভালো, মরিচের
ঝাঁপি। ও নদী, আর কত
কাঁদাবি? কাঁটাতার সীমান্ত
খরখরে পদ্মায়, বোটে
বুড়া কবি। প্রাণে লাগে
সুধার মতোন। সুধা নেই
জল নেই, এ জমিনে
নতুন ধানের শীষ
চাষা তোর রক্তে রাঙানো।
বাঁধ আনো, বালি আনো,
আনো তব বৈশাখী
পুঁটি মাছ; জলজ চড়ুইভাতি,
এ খেলা নিত্য খেলিছ,
হবুচন্দ্র পরজন্মে গবুচন্দ্র,
সসাগরা কোমল ভারতী;
আমরা সূর্যসাথী, ঘুম ভুলি
কর্ণফুলি, জাগছি প্রভাতী।