Friday, June 19, 2020

লংমার্চ ও পপারীয় উন্নয়ন বেলুনের বিজ্ঞাপণ




বাঘ চিরকাল ই ক্ষুধার্ত,
যেমন হরিণ শুধুই নির্বল,
আর উদ্যমহীন বানরের দল।



আকাশে তখন পূর্ণসূর্য
পশুরে জোয়ারে-
বাগদার পোনা ভাসে
তবুও, ধনাত্মক বেলুনের লেজ ধরে
ভূত হয়ে গেলো উড়ে
একটা মেছো বাঘ।



রানা প্লাজা - শাহবাগ - মতিঝিল
মজদুরে এক হও বাংলায়,
বলো, জয়। বলো, আল্লাহু আকবর,
অথবা শ্রাদ্ধ সমাপনের ভঙ্গিতে
কর পলায়ন; মেঘের গুরু গর্জনে
বাঘ ভেবে কাশের বনের ঘাসের
ভেতর গিয়ে বলো, ভালবাসি-
তাতে ম্লান হবে জোছনা, কিঞ্চিৎ
বাষ্পে ঘোলাটে হবে তাপানুকূল কাঁচ।