Friday, June 19, 2020

মৃগয়া যেমন

মৃগয়া যেমন-
জ্বলছে খান্ডব, হরিণী-শুকর-শাখামৃগ-
ময়-তক্ষক- আরো যত দানো-নিষাদি।
তাবৎ শামসু বিদ্বতে করে গো এষণা
দ্বৈপায়নের ফাঁসি চাই; কিংবা পুড়ুক-
ডুবুক পদ্মায়-আগুনে-বন্দুকে।
চলছে চলুক।

আর কোন পথ্য নেই, বসন্ত-
বাতায়নে, হলকে হলকে,
মৃগয়া চলছে, মহাগণৌষধি,
রবি-বেস্পতি, চলুক নিধন।
দেশে আসিতেছে, চান্সে আমরাও
কবিতায় এনেছি- মহাভারত,
চলুক পেট্রল, চলুক ক্রসফায়ার।


ঘি খেয়ে কুকুরের হয়েছে বিকার
জ্বলিতেছে তাই সে ভীষণ প্রকার।