Monday, June 01, 2020

লকডাউন - ৫

আমি মিঠামৈন গিয়েছি গতবছর, অনেক দিন ধরে যেতে চেয়ে এবং একদুইবার ব্যর্থ হবার পরে। আর চরসিন্দুর কখনো যাই নি।


মিঠামৈন

যেন এই বাজারের বাইরে কোথাও মানুষ নেই
গ্রাম নেই, গেরস্তালি নেই, দা-বটি, কাস্তে ও কোদাল
বাজারেই ফোটে ফুল, ছোটে শিশু ঘর ও গোয়াল
হাওরে ভাসা নৌকার অতীত কোনো দৃশ্য নেই

এই শরবন অভিসারে
মৎস্যজীবীদের ভনিতা
শ্বাসমূলী হিজলের বনে
কোনোদিন সূর্যাস্ত হয় না
রাত্রিতেও আমরা কৃষ্ণপক্ষ
অথবা চান্দ্রসুধাপান করি
বসন্তভোজনের অধিকারে

কানি বক বসে ঠায়, ফরমায়েসি
পুটির ঝাঁক খোঁজে, অশ্বশাবকেরা
অলস মুখ গোঁজে নতুন উপকূলীয় ঘাসে
রোদ জ্বলা নৌকার অনন্ত মেরামত
চলছে এক অখন্ড পিকনিকস্পটে
সকলেই স্কুল ড্রেসে অথবা ভাঁজ
ভাঙা নতুন কাপড়ে, পর্তুলিকা বাদে
সব ফুল ঝকঝকে ঈদের মতো
আজ, হায় ফুল ফোটে কেন বাজারের
ভিড়ে! দর্শক ও দ্রষ্টব্যের বাইরে
নেই কোনো ফুল-পাখি দস্যু বা তস্কর


নতুন জলে নতুন শব
বারোমাস্যা প্লাবনের মতো
শ্রাবণে আর অতিদুঃখ নেই
অতিদুঃখ নেই মধুমাসে
এমনই পর্যটন এ জীবন
নিত্যানন্দ পরমহংসের

.....…..


এই সব বাজার, নৌকা, তৃণবন
ঘোড়া ও মাছের যৌবন
দেখতে দেখতে আমরা মানুষের
প্রেম, কাম ও ঘামের অর্থ করি
অথচ আদিগন্ত জলরাশি কত্রাপি
নেমিশূন্য জীবনের অন্যথা করে।


 
চরসিন্দুর
 
বিকেলের শেষ ডাউন ট্রেন
প্লাটফর্ম ছেড়ে যায় নি
গল্পটা ফুরোয়নি বলে

সে গল্প আজও থেমে আছে
মাঠের পরের অগম্য এক গ্রামে



বিল ফুরোনো পথের ধারের
লাল শাপলার মরীচিকা, হাটুর ভাঁজের
মতো শুকনো কাঁদায় পদ্মশিকারে
শিং এর পোনা, প্রেমিকার অঘ্রাত
পারিজাতে কুয়োর তলার জলের
মতো মৃত্যু জমে আছে

জৈষ্ঠ্য নিদাঘ অরুচির মেন্যুহাতে
পাকাচ্ছে অমৃতফল, ঘেমে গেছে
মিখাইল, গলে গেছে শুভ্র পুতুলেরা
পার্কিং লটের শৃঙ্খলায়, ভ্যানিটি
মলের চাতুর্যে, পরিণতিকামী কবি
মাছরাঙাটির মিছে অধ্যবসায় এর মতো



এর পরে আরো যাওয়া যেত, মানুষেরা যায়
ভোরের স্বপ্নের মতো পুনঃপুন দেখা এবং না
দেখার অতৃপ্তি নিয়ে জেগে থাকে সঞ্জয়ের চোখ।