ঘুমোতে যাবার আগে একটা পিস্তল হাতে নেই। এরপর চলে প্রতিশোধ, যেন এর চেয়ে সহজে আর রাষ্ট্রবিপ্লব সম্ভব নয়, কঙ্গোগামী ১৩ জন বিপ্লবী, ব্রহ্মপুত্রে ১৭ জন তুর্কি আর বেনারসে ১০ হাজার ফুটবল খেলোয়ার মিলে ধর্ম-দর্শন-ভূগোল-ইতিহাস থেকে তুলো ছিড়ে ওড়াতে থাকে। সেই তুলো একদিন বালিশ হবে, ঘুমের আরামের মতো। ব্যাক্তিগত জিঘাংসাগুলিতেও পিস্তলটা কাজে দেয়, ঘোড়া না চেপেই, কখনো কৌশিক দৃষ্টিতে, নীল চোখ, লাল চোখ, ঘুম চোখ, ক্ষমাসুন্দর দেখে সব, আগ্নেয়াস্ত্র জমা থাকে। ওম দিতে থাকে, মগজের ভেতর সাময়িক ডি-মিথাইলেশন ঘটে, শৈশব ফিরে আসে।
স্বমৈথুন / কেন আমি অলসতা চর্চা করি
স্বমৈথুন / কেন আমি অলসতা চর্চা করি