১
সকলের ভেতরে একটা সরল দোলক আছে। যখন দুলতে থাকে, পরিপার্শ্বের স্থিতিস্থাপকতা, ভ্যাকুয়াম ইত্যাদি পরিমাপের সূত্র মোতাবেক একটা নির্নায়ক ব্যবস্থা হয়ত পাওয়া যায়, কেউ কেউ পেয়ে যায়। তখন সে নিয়তির মতন ভুল পাঠ নেয় বার বার। মানুষ ভুলে যায় এর বাইরেও দর্শন আছে, বিজ্ঞান আছে। মানুষের জীবন আছে, ব্যাখ্যা আছে, এমনকি ব্যাখ্যার অতীত বোধ আছে। দোলন থেমে যাওয়ার ভ্রমও হয় কদাচিৎ। আবার কখন চোখের সামনে পর্দা উঠে যায়, সাপের খোলসের মতন, ইরেজার দিয়ে তুলে ফেলা অথবা নতুন কালি দিয়ে আঁকা একটা ছবি যেন, দেখতে পেলে মনে হয় আবার দুলতে চলেছে।
----আশ্চর্য সরল দোলক
২
মানুষ যাবে বাড়ি,
হবে নদী পারাপার
ফেরীতে কারণ ছাড়া উঠে ওপার যাবে,
এপারে আসবে। ছোয়াছুয়ি খেলা ছাড়াও
মানুষের আরো কাজ আছে, চিন্তা আছে,
চিন্তা ভাবনা ছাড়াও আছে।
ফুল ফুটবে, সেই ফুলের গন্ধে মধুকর আসবে
কিছু গাছে ফুল নেই।
ফুল আছে, ফল আছে, এমনকি গন্ধসরোবর,
সেইসব গাছেও অনেকের এলার্জি হয়।
সব কিছু শিল্প নয়
শিল্প টিকে থাকে, বিকোয়
নানাকালে, নানাদরে
এই যে আমাদের র্যান্ডম শব্দাবলী
সেও কবিতা হবে কোনো এক
বাঁদরের পৃথিবীতে।
এই দেশ, বা আরো দেশ
কোন দেশ স্বর্গ নয়
তবু যেন মনে হয়
এই বুঝি নার্সিসাসের জন্মভূমি
এই বুঝি স্পার্টাকাসের কারাগার
এ জীবন হাহাকার
আরো জীবনের তরে
আরো প্রেম আরো কাম
আরো শৃঙ্খলের তরে
আরো তো জীবন চাই
ঈশ্বরের জন্ম চাই
ভুলে যাওয়া চাই
মনে পড়া চাই
জাতস্মৃতি চাই
আমারো তো দল আছে
ধর্ম আছে, ভাষা আছে
নির্বুদ্ধির বোধ আছে
শূন্যতা আঁকড়ালেও
অপরের দৃষ্টি আছে
রাজনীতির সত্য আছে
...
--- চানরাইতে
সকলের ভেতরে একটা সরল দোলক আছে। যখন দুলতে থাকে, পরিপার্শ্বের স্থিতিস্থাপকতা, ভ্যাকুয়াম ইত্যাদি পরিমাপের সূত্র মোতাবেক একটা নির্নায়ক ব্যবস্থা হয়ত পাওয়া যায়, কেউ কেউ পেয়ে যায়। তখন সে নিয়তির মতন ভুল পাঠ নেয় বার বার। মানুষ ভুলে যায় এর বাইরেও দর্শন আছে, বিজ্ঞান আছে। মানুষের জীবন আছে, ব্যাখ্যা আছে, এমনকি ব্যাখ্যার অতীত বোধ আছে। দোলন থেমে যাওয়ার ভ্রমও হয় কদাচিৎ। আবার কখন চোখের সামনে পর্দা উঠে যায়, সাপের খোলসের মতন, ইরেজার দিয়ে তুলে ফেলা অথবা নতুন কালি দিয়ে আঁকা একটা ছবি যেন, দেখতে পেলে মনে হয় আবার দুলতে চলেছে।
----আশ্চর্য সরল দোলক
২
মানুষ যাবে বাড়ি,
হবে নদী পারাপার
ফেরীতে কারণ ছাড়া উঠে ওপার যাবে,
এপারে আসবে। ছোয়াছুয়ি খেলা ছাড়াও
মানুষের আরো কাজ আছে, চিন্তা আছে,
চিন্তা ভাবনা ছাড়াও আছে।
ফুল ফুটবে, সেই ফুলের গন্ধে মধুকর আসবে
কিছু গাছে ফুল নেই।
ফুল আছে, ফল আছে, এমনকি গন্ধসরোবর,
সেইসব গাছেও অনেকের এলার্জি হয়।
সব কিছু শিল্প নয়
শিল্প টিকে থাকে, বিকোয়
নানাকালে, নানাদরে
এই যে আমাদের র্যান্ডম শব্দাবলী
সেও কবিতা হবে কোনো এক
বাঁদরের পৃথিবীতে।
এই দেশ, বা আরো দেশ
কোন দেশ স্বর্গ নয়
তবু যেন মনে হয়
এই বুঝি নার্সিসাসের জন্মভূমি
এই বুঝি স্পার্টাকাসের কারাগার
এ জীবন হাহাকার
আরো জীবনের তরে
আরো প্রেম আরো কাম
আরো শৃঙ্খলের তরে
আরো তো জীবন চাই
ঈশ্বরের জন্ম চাই
ভুলে যাওয়া চাই
মনে পড়া চাই
জাতস্মৃতি চাই
আমারো তো দল আছে
ধর্ম আছে, ভাষা আছে
নির্বুদ্ধির বোধ আছে
শূন্যতা আঁকড়ালেও
অপরের দৃষ্টি আছে
রাজনীতির সত্য আছে
...
--- চানরাইতে