Monday, May 04, 2020

নরসুন্দা

এখানে প্লাবন ছিলো, জোছনার রেস্তোঁরায় 
আমি মেঘ হতে চেয়েছিলাম, ব্রহ্মপুত্র হতে চেয়েছিলাম 
নরসুন্দার ধারাটুকু শুধু টিকে আছে 
আর তুমি? আগের মতই 
ঝরে যাও মেঘ হতে ব্রহ্মপুত্রে! 

(২৫.০৫.২০০৩)