(ব্রায়ান প্যাটেন, লিভারপুলের কবি। করোনার দিনগুলিতে এক মা ও তার কন্যা এই কবিতা আবৃত্তি করেছেন। মূল ইংরেজী অনেক বেশি সুন্দর।)

আমি একটা কমলা চুরি করে পকেটে রেখে দিয়েছিলাম। এটা একটা উষ্ণ গ্রহের মতন অনুভূত হচ্ছিল, যেন মঙ্গলের ওম। এর পর থেকে যেখানেই যাই সেই কমলার গন্ধ। যখনই কোনো বিপদ-আপদে পড়ি, কমলাটা বের করে তার গন্ধ নিতে থাকি। আর সাথে সাথেই এমনকি শুষ্ক-মৃত বৃক্ষ শাখাগুলিতেও তীব্র-চমৎকার কমলা ফুটে উঠে, ঠিক যেন সুবাসিত নিত্যানন্দ।
আমি একটা কমলা চুরি করেছিলাম। এই কমলার ফুল পৃথিবীর স্রোতের বিরুদ্ধে আমার প্রাত্যহিক বাঁধ, এর স্রোতে নেই কোন উজ্জ্বল স্বপ্ন বিশেষ।