১
একটু বিষাদ হোক এই নিঃসঙ্গতায় সঙ্গী তোমার
মানবের তরে হাসিমুখ অতিশয় সারবান পৃথিবীর
কাঁটা হয়ে ফোটে, অলস বিধুর এই আকালের অনুজীব
এ মানুষ তাইতো কাঁদবে, কাঁদুক, ভয়ে-শঙ্কায়-
দ্বিধায় সুখ-সন্নিকটে লক্ষ্মণরেখাসম ফাঁদ জেনো,
বিলাস তো নয়, খড়কুটো-ভ্রম, এও সত্য অনেকের মাঝে-
২
একটু বিষাদ হোক এই নিঃসঙ্গতায় সঙ্গী তোমার
মানবের তরে হাসিমুখ অতিশয় সারবান পৃথিবীর
কাঁটা হয়ে ফোটে, অলস বিধুর এই আকালের অনুজীব
এ মানুষ তাইতো কাঁদবে, কাঁদুক, ভয়ে-শঙ্কায়-
দ্বিধায় সুখ-সন্নিকটে লক্ষ্মণরেখাসম ফাঁদ জেনো,
বিলাস তো নয়, খড়কুটো-ভ্রম, এও সত্য অনেকের মাঝে-
২
ঈশ্বর আছেন,
তাতেই কি প্রমান হয়
মানুষ তাঁর সৃষ্ট শ্রেষ্ঠ জীব?
এমন কি ভাবেনি তারাও
যাদের ফসিল আঁকা
পাথরের গভীরে? অমনি
ভাববে হয়ত, সামনে
আসছে যারা,
ঈশ্বর তখনও থাকবেন।
তাতেই কি প্রমান হয়
মানুষ তাঁর সৃষ্ট শ্রেষ্ঠ জীব?
এমন কি ভাবেনি তারাও
যাদের ফসিল আঁকা
পাথরের গভীরে? অমনি
ভাববে হয়ত, সামনে
আসছে যারা,
ঈশ্বর তখনও থাকবেন।
(ষষ্ঠ জন্ম)