১
অনুষঙ্গের বোধ করি আর প্রয়োজন নেই
পাঁজর না খুলি?
যাই হোক। ভেদ করে যেতে পারি
এখন
গুয়ানতানামো-রায়ের বাজার-সাইবেরিয়া
আমি আর সত্য চাই না
চাই ঘুমের মতন ভ্রান্তি
ক্লান্তি নিয়ে আর কোন কাব্য নয়
জ্বালা যে জুড়াবে তার নাম জেনে গেছি-
তবু করে ভয়।
২
এখানে শূণ্যতার ছড়াছড়ি
তাই থাকতে পারি যেখানে খুশি।
গতকাল-পরশু মনে নেই
সত্যি কি বিচক্ষণ আমাদের স্মৃতি!
ভুলে যায়- মনে রাখে-ভুলিয়ে রাখে-ভুলে যাই।
৩
আপনাতে মুগ্ধ ছিলাম
দু'হাতে ছড়ায়েছি শৈশবের পাঁপড়িগুলি
যতটা দিন না গেলে তা
বাসি হল, ভুলে গেল ঈশ্বর নাম
মোহভঙ্গ!
বুঝলাম আগে এত ভালোবাসি নাই।
অনুষঙ্গের বোধ করি আর প্রয়োজন নেই
পাঁজর না খুলি?
যাই হোক। ভেদ করে যেতে পারি
এখন
গুয়ানতানামো-রায়ের বাজার-সাইবেরিয়া
আমি আর সত্য চাই না
চাই ঘুমের মতন ভ্রান্তি
ক্লান্তি নিয়ে আর কোন কাব্য নয়
জ্বালা যে জুড়াবে তার নাম জেনে গেছি-
তবু করে ভয়।
২
There is no lack of void
এখানে শূণ্যতার ছড়াছড়ি
তাই থাকতে পারি যেখানে খুশি।
গতকাল-পরশু মনে নেই
সত্যি কি বিচক্ষণ আমাদের স্মৃতি!
ভুলে যায়- মনে রাখে-ভুলিয়ে রাখে-ভুলে যাই।
৩
আপনাতে মুগ্ধ ছিলাম
দু'হাতে ছড়ায়েছি শৈশবের পাঁপড়িগুলি
যতটা দিন না গেলে তা
বাসি হল, ভুলে গেল ঈশ্বর নাম
মোহভঙ্গ!
বুঝলাম আগে এত ভালোবাসি নাই।