কবে থেকে লেখা হচ্ছে এক মহা অকবিতা-
সারাটা সময়
রবীন্দ্রনাথ
চোখ বুঁজে
থাকেন।
সুকবিতা এসে আহুতি
দেয় তার, দোয়াত-
কলমের ডগাটিতে
সুকবিতা! পদ্মার বোট, প্লাবিত
সাজাদপুর, লালনের দাঁড়ি।
তখনো ইংরেজের, বাবুদের
লাঠিজুতা খায় আমাদের বাপেরা
কুলি খাটে, গায়ে খাটে, হুগলীতে ডুবে মরে।
কোথাও কোথাও লেখা হত তখনো অকবিতা।
কবে থেকে লেখা হলো অকবিতা?
ঈশ্বরবাদীরা কি জানে?
এপোলোর প্রতিশোধ?
কবে থেকে? তারও আগে!
মানুষেরর জীবনে চলছে (সুপ্রাচীন) অকবিতা।
সারাটা সময়
রবীন্দ্রনাথ
চোখ বুঁজে
থাকেন।
সুকবিতা এসে আহুতি
দেয় তার, দোয়াত-
কলমের ডগাটিতে
সুকবিতা! পদ্মার বোট, প্লাবিত
সাজাদপুর, লালনের দাঁড়ি।
তখনো ইংরেজের, বাবুদের
লাঠিজুতা খায় আমাদের বাপেরা
কুলি খাটে, গায়ে খাটে, হুগলীতে ডুবে মরে।
কোথাও কোথাও লেখা হত তখনো অকবিতা।
কবে থেকে লেখা হলো অকবিতা?
ঈশ্বরবাদীরা কি জানে?
এপোলোর প্রতিশোধ?
কবে থেকে? তারও আগে!
মানুষেরর জীবনে চলছে (সুপ্রাচীন) অকবিতা।