Saturday, March 21, 2020

কবি-কৃতীর দেশ

১.

গতকাল রাতে স্বপ্নে বেগম রোকেয়াকে দেখেছি। সালাম দিতেই দেখি আমার উপর ভীষণ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে। আমার চোখে বিস্ময় দেখে বললেন, "সুলতানার স্বপ্নের কিছুই হল না, তোমরা এখনো কবি বললে ভাবো 'পুরুষ' ..."।

এরপর বেশি মনে নেই। মনে আছে, এর পর দেখেছিঃ মহিলা কবি-উলফ-বোভোয়ার-যোনি-স্তন-পাছা-শিশ্ন- ইত্যাদি ইত্যাদি, আরো অনেক শব্দ।

২.

সভ্য মানুষের শহরের বিশ্ববিদ্যালয়ে করা এক গবেষণার ফলাফল। গবেষণা ছিল কবির 'অতিন্দ্রীয় ক্ষণ' গুলি নিয়ে। দেখা যাচ্ছে, হিরোইনখোরদের 'বেওড়া ওঠার টাইম' এর সাথে হরমোন নিঃসরণ ও স্নায়ুবিক সংবেদনে আশ্চর্য মিল। প্রতিবর্তগ্রাফগুলিও প্রায় অনুরূপ।

এ সংবাদের প্রচারের পর থেকে ঐ শহরে কবি ও মাদকসেবী উভয়ের সংখ্যা কমে গেছে।