Friday, March 06, 2020

বিষন্ন খড়ের বোঝা বা বোঝার অনিবার্যতা


প্রতিভার ভুল ভাঙলে পরে শ্রমবিমুখের যা থাকে, তা হলো নেবুলার ঝড় থেকে কুড়িয়ে পাওয়া নক্ষত্রের মতো নস্টালজিয়া।


তরবারি তার শান দেয়া আছে,
বিশ্রামের আরামে তাই দুটো লাইন যুদ্ধ লিখুন।


জলের স্মৃতি নেই। বাতাসেরও তাই। তবু এ নগর, আরো মৃত নগরীর স্মৃতি জলবায়ু।


এই যে আজকের পয়লা জানুয়ারি
তার আগের তিনশত পয়ষট্টি দিনের ঝড়-বৃষ্টি-রোদ
সকলই কি রেখেছি মনে? ভুলেই না হয়েছি মানুষ।
ভুলে যাই তাই মনে রাখা যেন হয়েছে জরুরী....
(জানুয়ারি ১, ২০২০)