১৭.০৬.২০০৮
(১)
আমি দেখেছি, কিছু মানুষকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে। অনেক বৃদ্ধ, অথর্ব লোক, যাদের কর্মক্ষমতা প্রায় শেষ, তাদের দেখেছি যাতে ভেঙ্গে না যায় সে জন্য অল্প কিছু কাজ করে নিজেদের বাঁচিয়ে রাখে। বাঁচিয়ে রাখে শরীরটাকে ধ্বসে পড়ার হাত থেকে। তাদের মন আর মননের কি হয় আমি জানি না।
কিছু বন্ধুকেও আমি দেখেছি আমার, যারা লক্ষ্য স্থির করেছে, অথচ ঐ বৃদ্ধদের মত মৃত্যুর জন্য অপেক্ষা করার মত নেতি তাদের নেই, বৃদ্ধের প্রতীক্ষাকে নেতি বলাটাও ঠিক না বোধ হয়। ওরা বলে ওরা ভালোবাসে, ওরা ভালোবাসে একে অপরকে, এবং অনেককেই, কিন্তু সবাইকে নয়। এরা পরিণতির দিকে যাচ্ছে, অথচ পরিণতি মৃত্যুর আগে আসবার কথা নয়।
ওরা বলে ওরা ফিরবে, কিন্তু ওরা ভুলে গেছে, মৃত্যুর পর ফেরা যায় না।
(২)
আমায় ভালোবাসো?
তুমি জিজ্ঞেস করলেই আমি তিন বার করে বলি
"ভালোবাসি" "ভালোবাসি" "ভালোবাসি"
"শব্দগুলো যথেষ্ট নয় জানো? ততটা জানাতে পারি কোথায়?"
অথচ সারাদিন অন্তত তিন হাজার বার বলি
"আমি তোমাকে ভালোবাসি"
বলতেই থাকি, বলতেই থাকি
যতক্ষণ সত্য আর মেকির তফাৎ না যায়।
(১)
আমি দেখেছি, কিছু মানুষকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে। অনেক বৃদ্ধ, অথর্ব লোক, যাদের কর্মক্ষমতা প্রায় শেষ, তাদের দেখেছি যাতে ভেঙ্গে না যায় সে জন্য অল্প কিছু কাজ করে নিজেদের বাঁচিয়ে রাখে। বাঁচিয়ে রাখে শরীরটাকে ধ্বসে পড়ার হাত থেকে। তাদের মন আর মননের কি হয় আমি জানি না।
কিছু বন্ধুকেও আমি দেখেছি আমার, যারা লক্ষ্য স্থির করেছে, অথচ ঐ বৃদ্ধদের মত মৃত্যুর জন্য অপেক্ষা করার মত নেতি তাদের নেই, বৃদ্ধের প্রতীক্ষাকে নেতি বলাটাও ঠিক না বোধ হয়। ওরা বলে ওরা ভালোবাসে, ওরা ভালোবাসে একে অপরকে, এবং অনেককেই, কিন্তু সবাইকে নয়। এরা পরিণতির দিকে যাচ্ছে, অথচ পরিণতি মৃত্যুর আগে আসবার কথা নয়।
ওরা বলে ওরা ফিরবে, কিন্তু ওরা ভুলে গেছে, মৃত্যুর পর ফেরা যায় না।
(২)
আমায় ভালোবাসো?
তুমি জিজ্ঞেস করলেই আমি তিন বার করে বলি
"ভালোবাসি" "ভালোবাসি" "ভালোবাসি"
"শব্দগুলো যথেষ্ট নয় জানো? ততটা জানাতে পারি কোথায়?"
অথচ সারাদিন অন্তত তিন হাজার বার বলি
"আমি তোমাকে ভালোবাসি"
বলতেই থাকি, বলতেই থাকি
যতক্ষণ সত্য আর মেকির তফাৎ না যায়।