Wednesday, November 21, 2018

তোমাকে সর্বশেষ দেখেছিলাম

চব্বিশ প্রহরের অবিরতি অলক্ষিতে,
বিষ্ণুপ্রিয়ার আঁচল হতে খসে খসে পড়া সংসারের মায়ামধু,
রথচক্র পিষ্ট, মাঘের সকালের অনাঘ্রাত শিশির কনা ততদিনে
আগাছার বনের আগুনে উবে গেছে সার যোগাতে জীবনের,
বনমাঝে সন্ন্যাসী ঈশ্বরপুরী
খুঁজিতেছে বিশ্রাম
বহু অবহেলায়
যদি পাওয়া যায়
তোমাকে যে সর্বশেষ দেখেছিলাম কোথায়...