Monday, May 13, 2019

অসমাপ্ত ফটোগ্রাফ


একটা ছবি তোলার আয়োজন হচ্ছিল
আমরা সবাই দাড়িয়ে-বসে-হেসে নানা ভাবে প্রস্তুত হচ্ছিলাম,
এক উৎসবের রাত ছিল, তার মাঝে আরেকটা  
উৎসব যেন। ধারের ক্যামেরা তৈরি ছিল, ভিউপয়েন্টে দুদণ্ডের দৈবাতে ছবিটা আর তোলা হয়নি-


তারপর থেকে অনেক অনেক দিন পর, এই আজকে এসে দেখি, না তোলা ছবিটাই টিকে গেছে কবিতার মতো...


পঁচিশ বছর আগের ছবি না তুলতে পারার দুঃখে ঘুমিয়ে যাওয়া শিশুটি আজও নিদ্রা যায়, আরও অনেক ছবি তার তোলা হয়ে ওঠে না।


কিন্তু সে জেনে গেছে, ক্যামেরার দৈবাৎ, নিদ্রার ভান, ... আজকের এই ছবিগুলি... হয়ত পঁচিশ বছর পর...আবার ছবি হবে।