Friday, April 21, 2017

নয়া জল


নয়া জল, তোমারে কতদিন ধরে চিনি, উদ্বাস্তু
দুইজনে, আজন্মের সখা হে। আমার আয়েশী
মাচায়, তুমি মৌসুমী ব্যাবসা ফেঁদেছ, বন্ধকী।
তোমার বুদ্বুদের মায়ায়- চোখ গেল, গেলো
পাখি অভিমানে।

গায়ে-ধূলা মোছে নাই নব-বর্ষণে।

উত্তর থেকে ঢল আসে, ধানপঁচা পানিতে
ভেসে আসে সংক্রান্তির চাঁদ। আরো ভাসে
পৌষের পোনা, ভাসে মোর কবুতর ছানাটি,
নাও উল্টিয়ে তলিয়ে যাওয়া মায়োপিক চোখে।