Tuesday, February 19, 2013

পুনশ্চ: শাহবাগ

"ওরা নিচু মানের কবিতা লিখে, ওরা নিচু মানের শিল্প করে, এবং নিচু মানের আন্দোলনও করে!"

বসন্ত দেখতে চাই-  
নাকি আগুন?
"ফাল্গুনের শেষ দিনে হলেও দেখি পলাশ"
লাল রঙের পলাশ - আগুন রঙের পলাশ 
"চৈত্রে সরিষার ক্ষেতে লাগিয়ে দেই আগুন 
সে আগুনে জ্বলতে থাকে মাঠ, ঘাট, বন্দর, নগর 
আর আমার সুসভ্য মন।"
জেগেছে শাহবাগ, জাগছে বসন্ত, বাংলায় বসন্ত,
জেগেছে আগুন।

No comments: