Monday, February 18, 2013

শাহবাগ, শাহবাগ

অনুত্তীর্ণ কবিতা, শ্লোগানের ক্লিশে,
অশুদ্ধ রাজনীতি, রেটরিক, শেষে
বাজে খরচা, সমুচা ও চা পান,
দিনশেষে শাহবাগ, শাহবাগে নেই
আর; আরো কত শাহবাগ শিল্প
হয় নাই বলে, কবি মুখ ফিরিয়ে,
বুদ্ধিজীবী গা ঢাকা দিয়েছেন, শুধু
উড়ে চলেছে কতগুলি বেলুন,
মোমবাতি আর লাশ; মার্চ থেকে
ডিসেম্বর; বৃষ্টির মাঝে ঠায়
দাড়িয়ে থাকুক ক্ষুধার্ত শাহবাগ,
ঝুলে যাক রায়, শূন্য থাকুক
ফাঁসির রজ্জু, ঝুলে যাক বিল্পব।

No comments: