Sunday, April 01, 2012

রাধাসূতসম্ভব



রবিবারের সকালে, এক পশলা বৃষ্টির ভাব হলে 
আমি অহল্যার জামাই সেজে, রামের জন্য 
তারে বইস্যা থাকার উপলক্ষ্য করি, অতঃপর 
কারো নাক কাটা যায়, কন্যা আমার ধর্ষিত হয় 
তার হাত পা কেটে নিয়ে যায়, পশুটারে চিনি 
সেই ব্যাটা কয়দিন যাবৎ উঁকি ঝুঁকি মারে; 
আমি তারে কই, যাও না কামরাঙ্গার বৈজ্ঞানিক 
নাম মুখস্ত করি, টার্মিনেটর বীজ আনি ছাড়ি দাও 
পিরানহা ছাড়ি দাও মজাপুকুরে, আমাগো 
গেরামের পুরুত মশাই ইন্তেকাল ফরমাইছেন 
এরই মধ্যে স্বগগে যাওয়ার ডরে ভূখ হরতালে 
নেমে গেলো দুইটি কিশোর; প্রেম নাই, কবজ ছুটাইতে 
প্রয়োজন পরে সামাজিক ওরস্যালাইন আর অভিধান 
“গোবাইচ্চা! প্যাচাল পারিস না!” পরাণ আমার 
একলব্য হইতে চায়; পারলে মহাকর্ণ। 



ডিসেম্বর ৪, ২০১০


[ফেসবুক নোট খানি হারিয়ে গেছে; কিভাবে জানি না]

No comments: