Tuesday, November 09, 2010

First Commandment - Decalogue Jeden


"I am the LORD your God, who brought you out of the land of Egypt, out of the house of bondage. You shall have no other gods before me. You shall not make for yourself a graven image, or any likeness of anything that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth; you shall not bow down to them or serve them." Ref: Exodus 20;2-5


শিশুপুত্র নাস্তিক পিতাকে জিগ্গেস করছে, "বাবা মৃত্যু কি?" বাবা নিজেও জানেন না, তিনি জীববিজ্ঞানের ভাষা ব্যবহার করেন| ছেলেটার কৌতুহল কমে না| সকাল বেলার নাস্তার টেবিলে ছেলেকে বাবা মিথ্যা বলতে পারেন না| "আত্মা" সম্বন্ধে তিনি নিজেও স্পষ্ট কিছু জানেন না| বাচ্চাটার কাছে মনে হতে থাকে মৃত্যুর পড়ে কিছু থাকলে ভালই হয়| বাবা তাকে আশ্বস্ত করেন| এরকম ভেবে নিলে অনেকের বেঁচে থাকতে সুবিধা| সে তার ফুফুকে জিগ্গেস করে একই কথা| ফুফু বলেন ঈশ্বরের কথা| "কে সে?" তাকে জড়িয়ে ধরেন| ছেলেটা বলে, "আমি তোমাকে ভালবাসি|" ওখানেই ঈশ্বর! পোপের কাছে কি জীবনের অর্থ আছে? যাপনের জ্বালা আছে| বিশ্বাস আর অনুশীলনের মধ্যে যোগসূত্র থাকা দরকার| এর মধ্যে আবার বিশ্বাসকে বিকাশের....ছি: আমি কিসের মধ্যে কি বলছি! :)

কবিতার অনুবাদ দু:সাধ্য! কিন্তু প্রফেসর ভাবছেন এমন এক যন্ত্রের কথা যার নিজস্ব নন্দনবোধ-শিল্পবোধ থাকবে| নাস্তিক প্রফেসর কম্পিউটার চালানো সেখান ছেলেকে| যে প্রাসের গতিপথ, বরফের পুরুত্ব, এমন কি মৌখিক নির্দেশও পালন করতে পারে| পদার্থ বিদ্যা তো মানুষেরই আবিষ্কার| কিন্তু প্রকৃতি তে কি পদার্থবিদ্যার সূত্রের বাইরে কিছু নেই ? বরফের উপর প্রযোজ্য চাপ নির্ণয়ে ভুল নাই থাকতে পারে, কিন্তু অনুকল্পটি যদি ভুল হয়? তাহলে? ঈশ্বর চিন্তা প্রিয় মানুষের মৃত্যুর সাথে সম্পর্কিত করা হয়েছে| এর উল্টোটাও কিন্তু ঘটে! সিলভিয়া প্লাথের জীবনী পড়ছিলাম উইকিপিডিয়াতে| বাবার মৃত্যুর পর তার বিশ্বাসে চির দেখা যায়|
>>> youtube link

No comments: