Tuesday, November 09, 2010

জ্ঞানী ব্যক্তির কোষ্ঠকাঠিন্য, ফিলিস্তিনের আমাশয়


A boy of eight dreamt that he was being driven with Achilles in a war-chariot, guided by Diomedes. The day before he was assiduously reading about great heroes. It is easy to show that he took these heroes as his models, and regretted that he was not living in those days. - S. F.
সকলেই আঁটি ছুড়তে চায়| দুর্বোধ্য সব ব্যাপার স্যাপার| ঢিলটি ছুড়তে গেলে, গুতাইতে গেলে ভিমরুলের ঘা সওয়া যায়, কিন্তু সেই ক্ষত দেখে ন্যাড়া হাততালি দিলে মেজাজ উঠে চরমে| গতকাল রাতে স্বপ্ন দেখেছি আসাদ গেটের দিকে এক ছিনতাইকারি আমাকে দৌড়ানি দিছে| ও থেকে পালাতে উঠলাম বাসে| বাসেও দেখি ওদের লোক| কোন নিরাপদ জায়গায় অবরোহন করা যায় সেরকমটা ভাবতে ভাবতে শাহবাগের কথা মনে হলো; টেনিস কোর্ট, গতকাল একটা খবর পড়েছিলাম শিখা চিরন্তন নিয়া, সেটাও মনে হয় উঁকিঝুঁকি দিচ্ছিল, নাহ এত স্পষ্ট মনে নাই আর, এর পর যা বলব সব হবে চাঁপাবাজি| ঐ ঘুম থেকে জাগার পর প্রেমিকার দোপাট্টাতে সবুজ রং লাগানোর মত|ওতে রুচি নেই|

আমরা যদি জাগ্রত অবস্থায় স্বাভাবিক থাকি, স্বপ্নে থাকি না, এরকম কিছু? বা আমাদের মধ্যে অনেককেই আমরা উন্মাদ/বাতিকগ্রস্ত/obsessed বলে থাকি, তাদের অবস্থাটি কিরূপ? কোনো মিল টানা যায় কি? আমরাই কি আমাদের সকল চেতন কিংবা অবচেতন/স্বপ্নের কথাগুলি সঠিক ভাবে প্রকাশ করতে পারি? আত্মসমালোচনা এর মধ্যে জড়িত, নিজে বিব্রত হওয়া বা অন্যকে বিব্রত করাও এর মধ্যে থাকে| যেমন: যৌন-সঙ্গমের স্বপ্ন| তবে ঐ obsessed ব্যক্তির জন্য নিজে নিজে তার ঐ অবচেতনকে পূর্ণ সচেতনভাবে অনুধাবন করা হয়ত জরুরি কাজ| এর পর যা তৈরী হবে তা হলো সম্পূর্ণ নতুন চিন্তা, নতুন উদ্যম| নতুবা প্রতিদিনের অতৃপ্তি/ না পাওয়াগুলি জমা হতে থাকে, সেটার manifestation সবসময় কি আর স্বপ্নে ঘটে?

স্বপ্নের মানে কি? আমি আগে ভাবতাম গত জীবনটাই স্বপ্ন| জাগরণে আমরা অনেক কাজই করি, বই পড়া, খেলাধুলা, খাওয়া দাওয়া, শারীরিক শ্রম, ইত্যাদি| ঘুমন্ত অবস্থায়? স্বপ্ন দেখি কেউ কেউ| কেউ কেউ ভুলে যাই| স্বপ্নের মধ্যে যে জীবন সেটাকে বলা যায় স্বপ্নজীবন(dreamlife), আর স্বপ্নের কাজকে বলা যায় স্বপ্ন-কর্ম(dreamwork)| এইখানে কি রকম একটা ভুল করে ফেলেছি| স্বপ্নের কাজ কিন্তু একটাই, স্বপ্ন দেখা| ফলে dreamwork হলো শুধুই স্বপ্ন দেখার(তৈরির) কাজটা, সেখানে দুধ খাই নাকি বাদাম খাই নাকি দৌড় দেই সেটা নয়|

স্বপ্নকর্ম হলো স্বপ্নের ব্যক্ত প্রকাশ(dream manifest) সম্পন্ন করা(চিত্ররূপ হতে পারে)| একটা সুপ্ত/অব্যক্ত ব্যাপারকে(latent content) স্বপ্নের মধ্যে প্রকাশিত হতে দেখা যায়| আমি সারাদিন খাই নি, এ অবস্থায় ঘুমিয়ে স্বপ্ন দেখলাম, আমি খাচ্ছি| যেটা দেখলাম সেটা হলো manifestation আর এই না খেতে চাওয়ার ইচ্ছা বা পূর্বের জাগ্রত অবস্থার সাথে যে যে জায়গায় সংযোগ পাওয়া গেল এটা হলো latent/সুপ্ত ব্যাপার| এই উদাহরণটাতে একে বারে খাপে খাপ| অর্থাৎ যা সুপ্ত আর যা ব্যক্ত তার মধ্যে তফাত কম| আরেকভাবে বললে, এই স্বপ্নটা অর্থপূর্ণ, প্রায় বাস্তব, সঙ্গতিপূর্ণ| এ ধরনের স্বপ্ন আমরা ভুলে যাই বেশির ভাগ| কারণ এতে চমক নেই| শিশুদের স্বপ্নগুলি বেশির ভাগ এরকম|

এর পর| আরেক ধরনের স্বপ্ন আছে| ধরা যাক আমি দেখলাম, আমার মা মারা গেলেন| হয়ত আমার মা তখনো জীবিত| স্বাভাবিক ভাবে এই স্বপ্নটি উদ্ভট নয়, কিন্তু এর সুপ্ত ব্যাপারটিকে সবার ক্ষেত্রে সঠিকভাবে ঠাওরানো যাচ্ছে না| এগুলির চেয়েও অদ্ভুত আরেক ধরনের স্বপ্ন আছে যেগুলি অর্থপূর্ণও নয়, বাস্তব ঘটনার সাথে সম্পর্কিতও করা যায় না, অবাস্তব, পরাবাস্তব যেগুলিকে বলা যায়| এই শেষ দুই জায়গাতে ব্যক্ত আর সুপ্ত এই দুইয়ের মধ্যে পার্থক্য পাওয়া যায়, প্রথম প্রকারে সেটা কম, নাই বললেই চলে| তবে তিন টাই স্বপ্নকর্ম| প্রথম প্রকার সম্বন্ধে ফ্রয়েডের মন্তব্য:

The dream presentations consist chiefly, if not wholly, of scenes and mainly of visual sense images. Hence a kind of transformation is not entirely absent in this class of dreams, and this may be fairly designated as the dream work. An idea merely existing in the region of possibility is replaced by a vision of its accomplishment.

reference: Dreams Have a Meaning

No comments: