Wednesday, March 19, 2008

Our Time and Dialectics


আমি দেখেছি কী করে আমার সময়ের মেধাবীরা ভয়ানক উন্মাদনায়, নগ্নতার উন্মত্ত ক্ষুধায় আর কী এক কালো গহবরে নিজেদের ঠেলে দিয়ে ধ্বংস করে ফেলছে অ্যালেন গিন্সবার্গ।

Recently recording of the recitation of "Howl" by Ginsberg himself was found. Howl is the most famous poem of Allen Ginsberg, one of the greatest American poets of the later half of the last century. He wrote "September on Jessore Road" in 1971 during the visit to Calcutta on the refugees of the war of liberation against Pakistan. "I am a stenographer of my mind, I write down what passes through it, not what goes around me. I am a poet"-he said about himself. [Link to the news 1 2]

Sometimes I fear that I am loosing myself in the midst of all the contradictions. They no more appears to me as any synthesis as they are supposed to be. I fear to be broken down and I am too weak to bear the burden. Sometimes I fail to justify what I do, and thats the terrible pain I suffer.

Two poems written in this month, for those who loves me:

(১)

অনেক মৃত্যু দেখা হয় নাই, বিপ্লবীর মৃত্যু, রাজাকার কিংবা
স্বৈরাচারের মৃত্যু; ক্যামোফ্লেজ কিভাবে দেশকে ধর্ষণ
করে
, কয়েকটা চোখের সামনে ঘটলে, স্বহস্তে
দুয়েকটা মারতে পারলে- অনেকই তো মৃত্যু
দেখা হয়, নিঃশব্দ মৃত্যু, স্বাভাবিক মৃত্যু, অপেক্ষার
মৃত্যু
, পানের পিক ফেলতে ফেলতে নোংরা
দেয়াল যারা মুছতে আসে, মুর্দা-ফরাস,জর্দার
ব্যাপারি, টিকটিকির ল্যাজগুলো রেখে দেয় চরসখোরদের
জন্য, ঠান্ডামাথায় তাদের দুয়েকটাকে থেতলে.........

মৃত্যু আরো দেখা বাকী আছে।

(২)

গোধূলিতে উড়ে যায় এক রাশ কাক
বান আসে বেলাইয়ের জলে।


এট্টু দরদের অভাবে
গুপিন গোঁসাইয়ের
বড় নাতি চোর হয়।


তালগাছের মত চোখ দাদাজান
তাও আমরা চামাইরা খাই-বাবার প্রসাদ।


কালাচাঁদের হাবিজাবি শ্লোকগুলি
বুঝাইয়া দিয়া তবে যান।

3 comments:

Mahmudul Hasan said...

Shwakkhar bhai, apnar onubad !!! khub e shundor hoise...

Swakkhar Shatabda said...

amar bolte parle valo lagto, na amr na

Anonymous said...

ভাল লাগল। অনেক অনেক ধন্যবাদ। নিজ কণ্ঠে পাঠ অর্থাৎ অডিও ফাইল কোথাও পাওয়া যাবে কি?