Friday, February 22, 2008

২১ শে ফেব্রুয়ারি আর বাউলের মেলা

এক মুঠ অবহেলা

হৃদয়মুকুরজাত আবেগের অনুবাদ

শেখে নাই প্রকাশের ভাষা

ভিন্ন ভিন্ন দেহে একই ভালোবাসা

সময়কে ছুড়ে দেয় এক মুঠো অবহেলা

তিন আঙ্গুলের এক চিমটি আড়ালে,

বখে যায় আমাদের এতিম প্রেমটুকু।


মফস্বল
(১)

আমাদের দেশে কাঞ্চনঝঙ্ঘা নেই,

তাজমহলও নেই,

বেটে মানুষগুলি বুঝি তাই তত ঋজু নয়,

মনে কোনো প্রেম নেই,

কতগুলি নদী আছে-

মানুষের মনের ভিতর শুকিয়ে যাওয়া আবেগের মত,

আগ্নেয়গিরি নেই, অগ্ন্যুৎপাত নেই

ধার করা বেশ্যায়, চলে আমাদের সংসার

বেজন্মা, বাপকেও চিনি শুধু টিভি পর্দায়


(২)

ব্যাঙের মত ঘ্যাঁট ঘ্যাঁট করে মাঝ গাঙের মেশিনের নৌকাগুলি

ঘ্যাঁটর ঘ্যাঁটর বৃষ্টির টানা শব্দের মত দিনরাত পাওয়ারলুম

আকাশের বৃষ্টি তাই কোনোভাবেই ছুয়ে যায় না এদের

বড়জোড় ২-১ টা নৌকাডুবিতে চরের শ্রমিকেরা মারা গেলে

আর ঘরফেরা বাবুদের পাজামা-প্যান্টের কাঁদা দেখে

বউগুলি বলে "দিন খারাপ করসে।"


(৩)

দেশের প্রত্যেক শহরের পাশে চাই নদী

কেন্দ্রে শুঁড়িখানা আর অন্যদিকে

মাদক নিরাময় কেন্দ্র, এরপর

বাকীটাকে করে ফেল

বেশ্যালয়, চিড়িয়াঘর, ইটের ভাটা


অভিমান

প্রিয়তার মন খারাপ হলে ঝড় হয়-

সারাদিন আমি ঘর থেকে বের হই না

মাঝরাতে নির্দোষ বন্ধুর গালে জোটে থাপ্পড়

বেঈমানের হাতে মিলে হাত।

সিগারেট পুতিয়ে যায়, বেশি লাগে

দুধচিনি, আমি ওর মুখে চাই হাসি,

এজন্যে ওকে আদর করতে হয়

চুমু খেতে হয়, গান শোনাতে হয়

ফুল্লাল বসন্তে লাগে আগুন-জ্বালা শীত

আমি প্রিয়তাকে দুঃখ দিতে চাই না

তাই চায়ে দিই লিকার কম,

দুধ-চিনি বেশি আর এক প্যাকেট গোল্ডলীফ।

আপেক্ষিক

সবকিছু অভ্যাস, খুঁজে পেতে ভালো কিছু বেছে নিলে হয়

মহৎ-সুন্দর-প্রেমময় কোনোকিছু,

নইলে কি হয়? ব্যার্থ, যন্ত্রণাময়, লজ্জার যদি

তবে শুধু দেখো, খেতে পাও কিনা, ওটা না হলেই নয়।।

------------

চাই চাই চাই

সত্য মিথ্যা সব চাই

ভালো জুতা জোড়া সাদা মোজা

কোমরের বেল্ট, সানগ্লাস স্টাইলিশ

আর মাথায় একটা লাল ফিতা

এরপর আরামসে পোর্ট্রেইট হব।

ওহো নেমপ্লেটটা ভুলো না যেন!


8 comments:

SMS said...

Mofosshol er ei sorup ki recent kono oviggota lobdho - naki kromagoto porjobekkhon theke pawa?

Kobitagulir upokoron e kmon jno notunotto dekha jasse ... vul o bujte pari.

Swakkhar Shatabda said...

upokorone notunotto beparta aropito hoyto, tobe chesta kortesi shikhte.

ar oviggota ba porjobekkhon sob mile prokash, er beshi jani na, byaktigoto jiboner ekta ovikkhep to thaktei pare, sonzoto hobar chesta o choltese

Anonymous said...

Nice poem!

Swakkhar Shatabda said...

ধন্যবাদ বিপ্র

Sayeed said...

kobitar haat to valo swakkhar. i was first amazed to see your acting in cse day. i must confess, i was not prepared for a serious drama then. i still can hear your sound in the auditorium. now your poems.....btw, how to see Bangla properly?

Swakkhar Shatabda said...

at first Avro keyboard install korte hobe, tar pore
http://www.somewhereinblog.net/banglasettings
ekhane giye othoba

http://omicronlab.com/download/tools/IComplex_1.0.1.exe
eta install korben

Anonymous said...

আপনার কবিতা পড়ে ভাল লাগল। মুগ্ধতা করার মত সৌন্দর্য সবগুলিতে রয়েছে। ধন্যবাদ।

Swakkhar Shatabda said...

thanx