Sunday, September 24, 2006

Sonali Danar Chil

This is the famous poem by my favorite poet Jibananda Das from the "বনলতা সেন". I was just stunned when i first read this. Actually all poems of Jibananda are great. They are like one's dreams. The people who can understand the quest of his life can easily enjoy "Jibonanda". Tell me how you liked this one and other poems by him. If you want may I may upload more like this. This is the poem:


হায় চিল

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে

তুমি আর কেঁদো নাকো উড়ে-উড়ে ধানসিড়ি নদীটির পাশে

তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!

পৃথিবীভ রাঙ্গা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;

আবার তাহারে কেন ডেকে আনো ? কে হায় হৃদয় খুঁড়ে

বেদনা জাগাতে ভালবাসে !

হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে

তুমি আর উড়ে-উড়ে কেঁদো নাকো ধানসিড়ি নদীটির পাশে ।

6 comments:

savannaview said...

kobitata amaro khub prio..jibonandodasher kobita amar bhalon lagar onnotomo karon holo uni upomar bebohar osadharon bhaabe koren..khub shohoj othocho khub meaningful:)

কিংবদন্তি said...

darun.... upload korte thak.... and welcome to blogger....:)

Unknown said...

কবিতা তেমন পড়া হয়না। তবে সুকান্ত পড়েছি আর তার পরেই জীবনানন্দ। আসাধারন লাগে ।

Swakkhar Shatabda said...

Its nice to get comments from my friends and thank u Moon.
I am trying, keep watching..may be some new posts..

নাতিস said...

জীবনানন্দ আমার কাছে এমন...যার স্পর্শ পাই, কিন্তু মনে নাগাল পাইনা...পুলকিত হই...শিহরিত হই...কিন্তু কোন তল ঠাওর করতে পারিনা।

Anonymous said...

One of my so favorite one!!!!