প্রতিদিন ছাদে হাটি
করোনারি গতিশীল
কেউ কেউ দৌড়ায়
ঝাঁঝরির জলে লোভী
কাক পাথর কুড়োয়
তার অরুচির ঠোঁটে
আমাদের টবগুলিতে
প্রচুর অলস আগাছা
অক্সিজেনের দোহাই দিয়ে
বাঁচিয়ে রেখেছি এই
ফুল ও সবজির পৃথিবীতে
মিতব্যায়ী ঘুড়ি
ঝড় বিদ্যুতে
রোদের ঝলকে
সাবধানী সুতো
ঢিলে টানে ধরা থাকে
মধ্যবিত্ত বাজারের থলে
তিনপদী বিড়ালের
ছানাগুলি বসে আছে
ইলিশের অপেক্ষায়
পাঁচালী বন্ধ করে
হামাগুড়ি দিচ্ছি সবে
সজল সমাধিপানে
শ্যাওলার বট
দেয়াল চিড়তে পারেনি তাই
মিছে পার্বণে
যুবকযুবতীরা,
বাল ও বৃদ্ধেরা
তুলি স্থান ও কালের
অলঙ্ঘ্য সসীমতার
যত্নশীল সেলফি