Wednesday, April 08, 2020

গুজব

এটা একটা সত্যি ঘটনা। একদিন সন্ধ্যায় খবর এলো, কৃষ্ণ দুধ খাচ্ছে। মায়েরা বাচ্চাদের মুখ থেকে ফিডার কেড়ে নিয়ে কৃষ্ণের মুখে ধরলেন। কেউ কেউ ঝিনুকে দুধ নিয়ে কৃষ্ণের মুখে চেপে ধরলেন। কেউ কেউ কৃষ্ণকেই নিয়ে গেলেন গোয়ালে। গোষ্ঠ গোপাল দুধ খাবে তাতে আর আশ্চর্য কী! যাদের কৃষ্ণ দুধ খাচ্ছিল, তারা আরো দুধ আনতে বাজারে লোক পাঠালেন। বাজারে দুধ উধাও। যাদের কৃষ্ণ খাচ্ছিল না, তারা নিজেদের কৃষ্ণভক্তি নিয়ে সন্দিহান হয়ে এক বিজ্ঞানীর কাছে পরামর্শ করতে গেলেন। বিজ্ঞানী মহা চিন্তা-ভাবনা করে বললেন, “আমার বিশ্বাস, তোমার গোপাল ল্যাকটোজেন ইনটলারেন্ট!” অনেকেই ছিলেন, যারা দুধ সংগ্রহ করতে পারেন নি। . . . . . . . . . . . . . (একই ঘটনা ঘটেছিলো, লেবু, লবণ, কালোজিরা ও থানকুনিপাতার বেলায়ও। কোথাও গোপাল ছিলেন, কোথাও ছিলেন না। সবাই লেবু, লবণ, কালোজিরা ও থানকুনি পাতা সংগ্রহ করতে পারে নি। )