চলো বনে যাই,
একটু লবণ আর তেলের সন্ধান পেলে
আর কোনোদিন ফিরবোনা শরণার্থী হয়ে এই শহরে-সমতলে
এখন রাতের নির্জনে আমরা শুনতে পাই
পদ্মার ঢেউয়ে চেপে
লাশবাহী গাড়িতে কফিনের ভেতরে লাশ সেজে
ঢাকা-নারায়ণগঞ্জ সমগ্র দেশ পাঁচটনী সাধারণ পরিবহন ট্রাকে
বাইপাইল, কোনাবাড়ি, ময়নামতি, শিববাড়ী চৌরাস্তা, এমন সব রাস্তায়
শ্রমিকেরা এসে দাঁড়িয়েছে, ত্রাণের ট্রাক
আটকে দিয়ে বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের দাম
না বাড়লে সকলে এক যোগে আত্মহত্যা করবে।
তারপর লাশ হয়ে চলে যাবে
তুরাগ-বুড়িগঙ্গা-শীতলক্ষ্যায়, প্লাংকটন হবে
অথচ বহুজাতিক যাতনায় এরাও
হতে চেয়েছিলো নাইজার নদীর অববাহিকায় কৃষ্ণাঙ্গের বাঁশি
এঙ্গোলার রেল শ্রমিক, ধনাত্মক উন্নয়নের মডেল
মাও এর বাপের নামে করা হাজার হাজার ব্রিজের থামের নিচে
আত্মাহুতি দেয়া সন্তানের পিতা।
তোমাদের শহরে সব দালান-ইমারত-দরজা-জানালা
পুড়ে গিয়ে কোনোদিন জুম চাষ শুরু হলেও-
আমরা ফিরবো না।
একটু লবণ আর তেলের সন্ধান পেলে
আর কোনোদিন ফিরবোনা শরণার্থী হয়ে এই শহরে-সমতলে
এখন রাতের নির্জনে আমরা শুনতে পাই
পদ্মার ঢেউয়ে চেপে
লাশবাহী গাড়িতে কফিনের ভেতরে লাশ সেজে
ঢাকা-নারায়ণগঞ্জ সমগ্র দেশ পাঁচটনী সাধারণ পরিবহন ট্রাকে
বাইপাইল, কোনাবাড়ি, ময়নামতি, শিববাড়ী চৌরাস্তা, এমন সব রাস্তায়
শ্রমিকেরা এসে দাঁড়িয়েছে, ত্রাণের ট্রাক
আটকে দিয়ে বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের দাম
না বাড়লে সকলে এক যোগে আত্মহত্যা করবে।
তারপর লাশ হয়ে চলে যাবে
তুরাগ-বুড়িগঙ্গা-শীতলক্ষ্যায়, প্লাংকটন হবে
অথচ বহুজাতিক যাতনায় এরাও
হতে চেয়েছিলো নাইজার নদীর অববাহিকায় কৃষ্ণাঙ্গের বাঁশি
এঙ্গোলার রেল শ্রমিক, ধনাত্মক উন্নয়নের মডেল
মাও এর বাপের নামে করা হাজার হাজার ব্রিজের থামের নিচে
আত্মাহুতি দেয়া সন্তানের পিতা।
তোমাদের শহরে সব দালান-ইমারত-দরজা-জানালা
পুড়ে গিয়ে কোনোদিন জুম চাষ শুরু হলেও-
আমরা ফিরবো না।