Saturday, August 04, 2012

বেজন্মা অথবা পিতৃহত্যার ইতিহাস

যেভাবে আমার পিতাকে হত্যা করা হলো- 


যুদ্ধে যেতে পারে নাই সে যুবক 
নয় মাস আলু-পটলের বাজার

প্লাবিত চরাচরে শুয়ে-বসে  
কখন সন্ধ্যা হলো, এর পর আবার ভোর
 
এর পর বন্দুক হাতে আসলেন নায়ক প্রতিনাযকেরা 
নাচলেন, গাইলেন, নির্বাসনে দিলেন রাজদন্ড

গণতন্ত্র-সমাজতন্ত্র-স্বৈরতন্ত্র-ব্যভিচার 
এত সব দেখা হলো, কিছু বাকি নেই আর 

যে সময়ে অস্ত্র ধরে নাই 
সময় হয়েছে তার মারণাস্ত্র! 

[খসড়া; ফেসবুকে পোস্ট হারায় যায়; কেমনে যায়? স্মৃতি থেকে যতটুকু পারলাম বের করলাম...]

1 comment:

অচিন পথিক said...

really good creation!!