Wednesday, November 02, 2011

সন্ত্রাসীর মৃত্যুতে এলিজি

খুন থেকে শুরু, ওখানেই শেষ,
মাঝে কিছু গাঁজা-মদ-ফেন্সিডিল
জুয়া আর নারী ব্যাবসায়,
পিচের রাস্তায় গর্ত খোড়াখুড়ি
শিশু-মাতৃসদন, বিদ্যানিকেতন,
নগরের সৌন্দর্য বর্ধন, ও সীমিত
চাঁদাবাজির অভিযোগ, সাধু!
তোমার নামেই হুলিয়া, তুমিও
অনেকের নামে, এখনো ঝুলিয়া
আছে উহাদের মৃত্যুর পরোয়ানা,
তোমার মৃত্যুর পর তারা কি মুক্ত,
এরপর?
আবার নতুন করে বাসে-
ট্রেনে ভাঙচুর- জ্বলুক আগুন,
নতুন খুন, নতুন মাস্তান, নতুন
রাজনীতির উদ্বোধন, ছেলেরা
শুনেছি খেলছিল কলেজের মাঠে,
বল ফেটে ককটেল, ব্যাট চিরে
রামদা! শপথ আমার এই রাষ্ট্রের,
এদেরই পড়াবো স্বর্ণটীকা! গত
বার তোমার নামের পোষ্টার
হয়েছিল, 'মুক্তি চাই' 'ফাঁসি
চাই', বিচার-মুক্তি-ফাঁসির পৌনঃপুনিকতার
অবসান আবারো হবে পিস্তলের গুলিতেই!