Wednesday, January 05, 2011

২০০১ সালের সেপ্টেম্বরের ১১ তারিখে

একটি ক্লাসরুমের গল্প

কেউ কি জানো কি ঘটেছে?
- একটা কুয়ার মধ্যে পড়ে দুই লোক মারা গেছে
-না, একজন মারা গেছে, আরেকজনের ঠ্যাং ভেঙ্গে গেছে
-না, আমার আন্টিকে আফগানিস্তানে পাথর ছুড়ে মেরে ফেলেছে
- উহু, নিউ ইয়র্কে দুইটা টাওয়ার ধংস হয়ে গেছে

কেউ কি জানো করা এটা করেছে?
-আমি জানি, ঈশ্বর ধবংস করেছেন
-না ঈশ্বর তো সৃষ্টি করেন, মানুষ সৃষ্টি করেছেন, উনার কাছে তো এরোপ্লেন নেই
-না ঈশ্বর মানুষকে ধ্বংসও করতে পারেন, প্রথমে তৈরী করেন, পরে ধ্বংস করেন...
-না এমন না, ঈশ্বর তৈরীও করেন ধ্বংসও করেন! ঈশ্বর কি পাগল নাকি?
-ঈশ্বর যা ইচ্ছা তাই করতে পারেন

চুপ, সবাই চুপ, আমরা এখন ঐ দুই টাওয়ারে নিহতদের জন্য এক মিনিট নিরবতা পালন করব...
(সামিরা মাখমালবাফ[1] - ইরান)

প্রসঙ্গ
সেই কথায় মনে পড়ে, বাঁশের কেল্লা, কাঁচামরিচের ঝাঁল, কারফিউ দিলে মরিচের ঝাল কমে না বাড়ে? এরকম থাকতে পারলে ভালই হতো|

সম্প্রতি ইরানে জাফর পানাহি কে শাস্তি দেয়া হলো[2], ছয় বছরের কারাদন্ড, আর ২০ বছরের জন্য কোনো সাড়া-শব্দ করতে পারবেন না, তাও ভালো দোররা বা পাথর মেরে নিকেশ করা হয় নি, বা সৌদি কায়দায় কল্লা নামানো হয় নি; এ সমস্যা টার জন্য কি ইসলাম দায়ী? ইসলামী রাষ্ট্র দায়ী? শিয়া ধর্ম দায়ী? নাকি জাফর পানাহি দায়ী? নাকি যে কোনো রাষ্ট্র-ব্যবস্থায় এরকমটি ঘটতেই পারে? দশ বছর আগে আফগানিস্তানে বুদ্ধমূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল তালেবানরা, আমেরিকার ক্লাস্টার বোমাও বুদ্ধমূর্তির তোয়াক্কা করে না বলেই জানি-
এই প্রসঙ্গে চলে আসবে ভিয়েতনাম, চিলি, বসনিয়া, প্যালেস্টাইন, ইরাক...

আমি কোথায়?
বিপুল বিস্ময়ে ..........(ব্যক্তি আমি নিয়া ব্যস্ত)........ ২০০১ সালের সেপ্টেম্বরের ১১ তারিখে...

লিঙ্ক:
1. http://www.imdb.com/title/tt0328802/
2. http://mubi.com/notebook/posts/2671

No comments: