Wednesday, August 18, 2010

কবি কৃতির দেশ - II

গতকাল রাতে স্বপ্নে বেগম রোকেয়াকে দেখেছি। সালাম দিতেই দেখি আমার দিকে ভীষণ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে। আমার চোখে বিস্ময় দেখে বললেন, "সুলতানার স্বপ্নের কিছুই হল না, তোমরা এখনো কবি বললেই ভাবো 'পুরুষ' ..."।

এরপর বেশি মনে নেই। মনে আছে, এর পর দেখেছিঃ মহিলা কবি-উলফ-সাপ্পো-বোভোয়ার-যোনি-স্তন-পাছা-শিশ্ন- ইত্যাদি ইত্যাদি, আরো অনেক অস্পষ্ট শব্দ।

স্বপ্নকাল : জানুয়ারী, ২০০৯