Sunday, January 06, 2008

Short Stories - I (Even not the start)

হিজড়া ও মাদকসেবী

রাস্তা পার হবার সময় দেখা মানুষটার সাথে। কলাবাগান থেকে রাসেল স্কয়ার পর্যন্ত ফুটপাথটা ধরে হাটছিলাম, ৩২ নম্বরে গিয়ে সিগন্যাল পার হব এমন সময়। মানুষটাকে কিভাবে চিনলাম? প্রায় আমারই মতন বেশভূষা, পার্থক্য কেবল গলায় জড়ানো ওড়না, মুখাবয়বও ওইরকমই। পথচারী আর সিএনজি অটোরিক্সার যাত্রীদের হাত আর চোখেমুখে বিশেষ ইশারা করছিলো।

আমারই মতন একজন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলোঃ

- আপনি যে এরকম করছেন, এতে শিশুদের উপর কতটা খারাপ প্রভাব পড়তে পারে জানেন?

প্রশ্ন শুনে কি বুঝলো কে জানে, গলা ফাটিয়ে উত্তর দিলোঃ

- তর কি রে হিরোইঞ্চি?

আমি সযত্নে রাস্তাটা পার হয়ে গেলাম।

5 comments:

আলোর ছটা said...

new year blog-ta muchhe fellen keno vai???

Swakkhar Shatabda said...

emni :D
hijra golpo kemon hoise :P

SMS said...

হিজড়া -> প্রায় আমারই মতন বেশভূষা
মাতাল -> আমারই মতন একজন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো
... আমি সযত্নে রাস্তাটা পার হয়ে গেলাম
--------------
তিন (৩) আমি??
--------------
গল্পটা ভাল লেগেছে।

Anonymous said...

The story proves that we are escapist.We are not interested to realize other pain but we enjoy it.

Swakkhar Shatabda said...

to sms:
Thanku