Monday, August 13, 2007

Ei boishakhe

এই বৈশাখে

প্রতিটা স্রোতের আরেকটা বিপরীত স্রোত আছে
নারকেল জিঞ্জিরা হতে কিরণ দ্বীপের সৈকত অবধি,
বাঙ্গালীর স্রোতগুলি বইছে পাল্টাপাল্টি
দুই স্রোত মিলে, নিরুদ্বেগ বইবার অনন্ত চেষ্টা
তুমি, আমি, ভালবাসি, পাশাপাশি, এই বৈশাখে
তবু তুমি, রমনীয় মালাখানি ছিড়ে গেলে, কাঁদতে
বসে যাও; আমি সুতো বাধি অবিরাম
অনেকেই আছে যারা ফুল-মালা-সুতো ভুলে,
ছুটে যায় পথে,
এই বৈশাখে

১৪ই এপ্রিল, ২০০৭

No comments: