Sunday, August 12, 2007

Manusher Jonno

মানুষের জন্য

সব কন্ঠেই গান হয়
সব মনেই লেখা যায় কবিতা,
সব শিল্পীরা রংতুলি নিয়ে বসে ছবি আঁকে।
এই মাত্র ছবি হয়ে গেলো সে-
যে রাস্তার মাঝখানে ট্রাক চাপা পড়ল,
যদিও সে জানতো, হবে গান
ছবি অথবা কবিতা,
অথবা সমাধি ফলকের এক টুকরো ইট,
তবু সে করেনি ভয়,
আর সকলের মতো
সেও শিখে গিয়েছিলো,
পাঁকা অভিনয়।

No comments: