Wednesday, April 15, 2020

পনেরো কুদ্দুছ

কুদ্দুছ সাহেবের কোম্পানীতে কুদ্দুছ নামের মোট চৌদ্দজন শ্রমিক আছেন। কুদ্দুছ সাহেব প্রত্যেক বছর তার জন্মদিনে এই চৌদ্দজন কুদ্দুছকে জড়ো করে এক সাথে কেক কাটেন, ছবি তোলেন। সেসব ছবি কুদ্দুছেরা ঘরে বাঁধাই করে রাখে। এই বুদ্ধিটা তাকে দিয়েছে ম্যানেজার। এতে শ্রমিকেরা খুশি হয়, দিলদার মালিক হিসেবে তিনি পরিচিত পান, নইলে বাকী কুদ্দুছদের আর জন্মদিন পালন!


ভাইরাসের লকডাউনে চৌদ্দ কুদ্দুছের মধ্যে সাত কুদ্দুছ আটকা পড়ে গেছে গ্রামে। বাকী সাতজন ফ্যাক্টরিতে যোগ দিয়েছে। মালিক কুদ্দুছ বলে দিয়েছে অসুস্থ না হলে ছুটি নাই। সরকারের ত্রাণ তহবিলে সে বেশ কয়েক হাজার কেজি চাল-ডাল দিয়েছে। সরকারের প্রনোদনা থেকে ঋণ পাওয়ার সমূহ সম্ভাবনা। গ্রামে আটকা সাত কুদ্দুছ ত্রাণ তহবিলে চালডাল জমা দেয়া কুদ্দুছের ছবিটা দেখে আর নিজেদের কেক কাটার ছবিটা দেখে।