Wednesday, July 25, 2012

বিদেশী কবিতার অনুবাদ: মহাকাল

আবার ফিরে এল
কি?-সেই যন্ত্রণা।
তীব্রদাহে শুকিয়ে
যাওয়া সমুদ্র।

অতন্দ্র আত্মার
অমোঘ স্বীকারোক্তি
রাত্রির শূণ্যতা আর
দিবসের আস্ফালণ।

প্রবৃত্তির শিকল,
কালের স্বীকৃতি
ফেলে, ওইটুকুই,
মুক্তি আছে ওখানেই।

তুমি জানো
জ্বলন্ত সাটিন,
উদ্বেগের উদ্গীরণে,
শেষমেশ কেউ বলবে নাঃ

আর কোন আশা নেই
আর কেঊ আসবে না
বস্তুবাদীর ধৈর্য্য
নিশ্চিত নিপীড়ন।

আবার ফিরে এল
কি?-সেই যন্ত্রণা।
তীব্রদাহে নিঃশেষিত
সমুদ্র।

[সামহয়ারিনব্লগ থেকে নেয়া এর আগে এই কবিতার মূল ফরাসী ও ইংরেজি অনুবাদ নিয়ে পোস্ট আছে ]

No comments: