Monday, March 25, 2013

ঐশ্বরিক হলুদ বাছুর



And God said unto Moses, I AM WHO I AM: and he said, Thus shalt thou say unto the children of Israel, I AM hath sent me unto you.


তোমার শ্রবণে ও শ্লোগানে,
চাইছি ফ্যাসিস্ট সঙ্গম
"তুমি কে? আমি কে?"
আমি সেই। আমরা সেই-
শ্রেষ্ঠ ও সুনির্বাচিত ইয়াকুব বংশ,
আমাদের আরাধ্য স্বর্ণ গোধেনু,
মনোলিথিক কৃষ্ণপাথর, শিবলিঙ্গ,
এর বাইরে সকলই নিরর্থক রচনা,
"বাছুরটিকে জবাই কর!"*
বাড়ুক প্রেম, বাড়ুক ইশক,
হিত্তাতুন! হিত্তাতুন!
(*ফাঁসি চাই, ফাঁসি চাই)





স্পর্শাতীত, বৃষ্টির অতীত এক বর্ষা
আলস্যের বিপ্লবী প্লাবন-ঢল
কিংবা বাঁধ; যেভাবেই ভাবা যাক
কারণ-অকারণ; নিহত মানুষের
একশ একটা প্রকরণ; সেলাই-পুঁজ-মলম,
আরো কিছু ঘিনঘিনে অন্ধকার
আরো আরো পৃথিবীর পরিমন্ডল
বায়ু, স্তেথস্কোপ, চাপমাত্রা ...
হে টর্নেডো, হে লঞ্চডুবি,
হে কেচিগেট, হে আগুন, হে ফুটবল
টুর্নামেন্টের ট্রাক, ... তোমরাই ঈশ্বর।





পদ্য ব্যাকুল পদ্মে
ভ্রমে ফুল ও গদ্যে
হাওয়ার সন্তরণ!

No comments: